বিচিত্র জীবন
- মিজানুর রহমান - কবিতা সমগ্র ১৯-০৫-২০২৪

জীবন কতই না মধুময়।
জীবনকে নিয়েই চলছে,
মানুষের নানা সংশয়,
নানা দুঃখ,বেদনার জয়।


জীবন আছে বলেই তো
মানুষ বেঁচে আছে,
এক বুক আশা নিয়ে-
এই অপরুপ পৃথিবীতে।


আনন্দ ও ভালোবাসায় মানুষ রয়েছে
মানুষের সাথে তা না হলে,
কতদিন আগে মিশে যেত
মানুষের দেহ ঐ সুঘ্রাণ মাটিতে।


শিক্ষার্থী- মিজানুর রহমান
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।